
আবদুর রহিম,কোম্পানীগঞ্জঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩টি চোরাইকৃত মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় একাধিক চুরি মামলার ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ আবির টাওয়ারের সামনে থেকে রকিবুল হক তামিম কে গ্রেফতার করা হয়। রকিবুল হক তামিম বসুরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড খায়ের কমিশনারের বাড়ির মোমিনুল হকের ছেলে।
রকিবুল হক তামিমের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা হইতে মেহেদী হাসান প্রঃ হৃদয় (২০) এবং রাজু (২৯) কে গ্রেফতার করা হয়।
এই সময় তাদের কাছ থেকে ০১টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামী মেহেদী হাসান প্রঃ হৃদয় ও নুরনবী প্রঃ রাজু দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষীপুর জেলার রামগতি থানা এলাকা হইতে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে সর্বমোট-০৩টি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা কোম্পানীগঞ্জ থানা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা ও থানা এলাকা হইতে মোটর সাইকেল চুরি করে পার্শ্ববর্তী থানায় ও জেলায় কম দামে বিক্রি করে বলে স্বীকার করে।
এতে প্রমাণ হয় , আসামীরা পেশাদার আন্তঃজেলার মোটর সাইকেল চোর চিন্ডিকের সক্রিয় সদস্য। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।