
কাজী নজরুল ইসলাম,চাঁদপুর থেকেঃ
মহানবী হজরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ জুন দুপুর ২ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মতলব দক্ষিণ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহরের মূল কেন্দ্র এমএনএন টাওয়ারের সামনে বিক্ষুব্ধ তৌহীদী জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান জিসানের সভাপতিতে বক্তব্য রাখেন, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, উপজেলা জামাতে ইসালামের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাগর, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মৌলানা আনসার উদ্দিন , উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মৌলানা আব্দুল হান্নান, পৌর জামাত শ্রমিক ফেডারেশনের সভাপতি শরীফ পাটোয়ারি প্রমুখ।
বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কটুক্তিকারী শান্ত সূএধর এর ফাসির দাবী পাশাপাশি মতলবে ইসকন এর সকল কার্যক্রম বন্ধের ও দাবী জানান।
বক্তারা বলেন মহানবী রাসুল ( সাঃ) কে নিয়ে কুটুত্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
২১ জুন শনিবার উপজেলার পানির ট্যাংকি এলাকার ওমান প্রবাসী শান্ত সূত্রধর কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার আলেম উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা।