সোহরাব, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী থেকে বরিশাল পর্যন্ত সরাসরি বাস চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেতাগী বাস স্ট্যান্ডে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এবং বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি মো. জিয়া উদ্দিন সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আহ্বায়ক মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক শিকদার, বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. নাসির উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সদস্য আহমদ মো. ইকবাল হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ খানসহ আরও অনেকে।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন এই বাস সার্ভিস চালুর মাধ্যমে বরগুনা ও বরিশালের মানুষের যাতায়াত আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।