সোহরাব বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের বাসভবনে বরগুনা জেলায় কর্মরত পুলিশ সদস্য ও জেলা বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব- ২০২৪ এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক বরগুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বরগুনা ।
এ সময় বরগুনা জেলার সরকারি অফিসের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণসহ জেলা পুলিশের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।