কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
১৯৭১ সালর ১৪ ডিসেম্বর সকল শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ বৃথা যায়নি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ( পিপিএম )।
১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করে এ দেশের শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের। শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ বৃথা যায়নি, বর্তমান প্রজন্ম আজও তা মনে রেখেছে।