কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরের বাবুরহাট এলাকায় টাস্কফোর্সের অভিযানে ২ হাজার ১৯৫ কেজি (৫৪.৮৭৫মণ) নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও কোস্ট গার্ড চাঁদপুরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বশির পাটোয়ারী স্টোর নামক এক দোকানির গোডাউন থেকে প্রায় ১২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামক আরে দোকানির গোডাউন থেকে প্রায় ৯৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ।
অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউনের মালিকদের মধ্যে বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একদল চৌকস বাহিনী সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন।