এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রেমিক মাসুম বিল্লাহ এর বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী।
শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের নাচনাপাড়া গ্রামের প্রেমিক মাসুম বিল্লাহর বাড়িতে অনশনে বসেন দুই সন্তানের জননী।
অভিযুক্ত মাসুর বিল্লাহ সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন ছেলে মাসুম বিল্লাহ।
স্থানীয় সূত্রে জানাযায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ১০ বছর আগে বিবাহবিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকতেন। ভুক্তভোগী নারী মানিক ঝুড়ি বাজারে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। ও-ই সুবাদে ভুক্তভোগী নারীর চায়ের দোকানে মাসুম বিল্লাহর যাতায়াত ছিলো।
ভুক্তভোগী ওই নারী জানান,স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর তিনি তার বাবার বাড়িতে থাকেন। নয় মাস আগে মাসুদ বিল্লাহ্ সাথে প্রেমের সম্পর্ক গরে উঠে। এরপর থেকে মোবাইলফোনে তাদের কথা হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। সম্প্রতি বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন মাসুম বিল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাসুম বিল্লাহ ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস বা মেনে না নেবে আমি এখানেই অবস্থান করব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী অভিযুক্ত সায়েমের বাড়িতে অবস্থান করছেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, এ বিষয়ে আমি রাতেই খবর পেয়েছি। দুপক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।