এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য-সচিব মোঃ মনির ডাকুয়ার বিরুদ্ধে মিথ্যা এবং পরিকল্পিত মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী সরকারি কলেজ ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা আমতলী সরকারি কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়।
এতে বক্তারা বলেন,গত ৩রা ডিসেম্বর দুপুর থেকে আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য-সচিব মো: মনির ডাকুয়া-র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এবং একদল কুচক্র মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে যে ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায় ফাসানো হয়েছে আমরা আমতলী সরকারী কলেজ ছাত্রদল, উপজেলা ছ ও পৌর ছাএদল উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই মিথ্যা এবং বানোয়াট মামলা থেকে তার নিঃশর্ত মুক্তি দাবী করছি। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন, আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ আরিফ গাজী, যুগ্ন আহবায়ক মোঃ মহসিন খান, যুগ্ন আহবায়ক মোঃ ইমন খান।
এছাড়া অতিথি আরো উপস্থিত ছিলেন, আমতলী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার,চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক, মোঃ মোমেন আকন, যুবনেতা মোঃ শহীদ, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিসকাত হাওলাদার সহ কলেজ ছাএদল উপজেলা ও পৌর ছাএদলের নেতৃবৃন্দ।