
এস,এস নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী পুরাঘাটা খেয়া দিয়ে প্রতিদিন হাজারো গরীব অসহায় মানুষ জরুরি প্রয়োজনে খেয়া পারাপার করতে হয়, কিন্ত সাধারণ মানুষের পক্ষে এখানের ধার্য কৃত খেয়া ভাড়া জনপ্রতি ২৫ টাকা করে সকলের পক্ষে বহন করা কঠিন তাই খেয়া ঘাটের ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার দাবীতে ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলার শাখার উদ্যোগে সর্ব স্তরের মানুষের অংশ গ্রহণে বিশাল এক মানববন্ধন সময়সূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ রা মে শনিবার সকাল ১০ ঘটিকায় আমতলী ফেরিঘাট ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো, শাহ আলম তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মীর মুহা,সুলাইমান এর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা বরগুনা জেলা শাখার মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদী উপদেষ্টা, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী শাখার আইন বিষয়ক সম্পাদক কাজী মো,আলামিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সেক্রেটারী গাজী মোহাম্মদ বাইজিদ ইসলামী আন্দোলন আমতলী উপজেলার শাখার সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া এডভোকেট মীর মো, তৌহিদুল ইসলাম,জাতীয় শিক্ষক ফোরাম আমতলী সভাপতি মাওলানা আবু তাহের, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ আমতলীউপজেলার সাধারণ সম্পাদক মুক্তি গাজী মো. রুহুল আমিন যুব আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খালিদ সাইফুল্ল, ইসলামী যুব আন্দোলন আমতলী উপজেলার সভাপতি হাফজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, উক্ত অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিয়াখালীর হুজুর মৌলভী মো, শাহআলম।