
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে ভেড়ার ঘাস খাওয়া কে কেন্দ্র করে আপন চাচা কতৃক বশত ঘরে হামলা ও লুটপাট অভিযোগ পাওয়া গেছে আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন উওর টিয়াখালী গ্রামের মৃত্যু সবুর গাজীর ছেলে মো,মোস্তফা গাজীী বিরুদ্ধে।
স্হানীয় ও থানার অভিযোগ সুএে জানা যায়, আমতলী সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কৃষক দলের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি মো, বাবুল গাজীর ১ টি ভেড়া প্রতি দিনের ন্যায় পার্শ্ববর্তী রাস্তার পাশে গাছ খাচ্ছিল। কিন্তু তার আপন চাচা মোস্তফা গাজী পূর্বের শত্রুতার জেরে মিথ্যা বানোয়াট ভাবে বলেন যে তার ফলানো কৃষি জাল ছেড়ে ভেড়া ঢুকে কৃষি খেয়েছে।এ নিয়ে কথার কাটাকাটি হয়।
চাচা মোস্তফা গাজী বলেন তোকে দেখিয়ে দেব এরই সূত্র ধরে ১২ ফেব্রুয়ারি বুধবার বাবুল গাজী পরিবার সহ তার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে খালিঘর পেয়ে এ সুযোগে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৯ টার সময় মোঃ মোস্তফা গাজীর নেতৃত্বে তার মেয়ের জামাই মো, তারেক, মো, অলি ও সহিদ সিকদার, মোস্তফা গাজী স্ত্রী মোসা, সুপিয়া বেগম ও মেয়ে সাবিয়া,সাবনুর সহ ২০/২৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ সহ স্বর্ণ অলংকার ও জমির দলিল লুট করে নিয়ে যায়।
১৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয় লোকজন ও আমতলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো, কবির মিয়া সহ অনেকে এসে দেখতে পান,১৪ ফেব্রুয়ারি শুক্রবার মো বাবুল গাজী বাদী হয়ে মো,মোস্তফা গাজীকে প্রধান আসামি করে সাতজনার বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আমতলী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।