এসএম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
সি, জি আইন, এ আর এর সাসটেইনেবল ইন্টেন্সিফিকেশন অফ মিক্স ফার্মিং সিস্টেম ইনসিয়েটিভ এর আওতায় আন্তজাতিক ধান গবেষনা ইনিস্টিটিউড এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে বীজবপন যন্ত্রে র সাহয্যে শুকনো জমিতে আউস ধান চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । ও আর ডিও মানিক দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি অফিসার মো: ইসা ইকবাল , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস ও কৃষি গবেষনা মো: মাইনুল ইসলাম ,আমতলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম , সাংবাদিক মো: রেজাউল করিম, এস. এম নাসির মাহামুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও অর্ধশত কৃষক কৃষানী উপস্থিত ছিলেন । বক্তব্য রাখেন কৃষক নয়ন হাওলাদার, মিঠু প্রমুখ ।
কৃষি কর্মকর্তা বলেন ঘূনিৃঝড় রিমেল , অনাবৃষ্টি ও তাপদাহের কারনে আউসের আবাদ কম হয়েছে । কম খরচে উৎপাদন বারানোর জন্য বীজ বপন যন্ত্র খুব ই লাভজনক । বিজ বপন যন্ত্র দিয়ে বিঘা প্রতি প্রায় ৩৫০০ টাকা শাস্রয় করতে পারে ।
কৃষক নয়ন ও মিঠু বলেন এ মেশিনের মাধ্যমে আউস ধান লাগিয়ে আমাদের ও অনেক উপকার হ য়েছে ।জমিতে পানি অনেক কম লাগে । আমরা আগামীতে আরো বেশী করে আউস ধান রোপন করবো।