মনিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ
মটরসাইকেল দূর্ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হামলার নাটক সাজিয়েছে পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। সংবাদ সম্মেলন করে এমন দাবী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ফকির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা মদ খেয়ে মাতাল অবস্থায় রাতের আধারে মটরসাইকেল ড্রাইভিং করছিলেন। পথিমধ্যে মটরসাইকেল দূর্ঘটনা আহত হন তিনি।
পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পর ঘটনার মোর পাল্টে নাটক সাজিয়ে হামলা বলে দাবী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সে মিথ্যা অভিযোগ করে আমাদের হেয় প্রতিপন্ন করছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আনসার মোল্লা স্বতন্ত্র প্রার্থী মহবুব তালুকদারের পক্ষ নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জাড়িয়েছিলেন। দল থাকে তাকে বহিষ্কারও করা হয়েছে। আমরা নৌকার সমর্থক ছিলাম, তাই এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আইয়ুব খান, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক মন্নান বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাল কাজী প্রমুখ।