মনিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও কুয়াকাটা পৌর সভার আয়োজনে গণ সংবর্ধনা ও মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বলেছেন, কুয়াকাটা হবে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র।আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করা আমাদের লক্ষ্য। প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান আজ শনিবার (২৭ জানুয়ারি ) বিকেল পাঁচটায় কুয়াকাটা রাখাইন মাঠে পৌর আওয়ামীলীগ ও কুয়াকাটা পৌর সভার উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষকে ভালবাসেন বিধায় আপনাদের ভোটে নির্বাচিত এমপিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। যাতে সারা দেশের দুর্যোগ প্রবণ এলাকার উন্নয়ন সহ পিছিয়ে পড়া কলাপাড়া- রাঙ্গাবলীর, মহিপুয় ও কুয়াকাটার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে পারি।নির্বাচনের সময় আমি আপনাদের ওয়াদা করেছিলাম, আমি এমপি হলে আমার নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙ্গাবালী,মহিপুর ও কুয়াকাটাকে সন্ত্রাস, সালিশ বাণিজ্য, চাঁদাবাজ, মাদকমুক্ত করবো। ইনশাআল্লাহ আমি আমার ওয়াদা পূরণ করবো। করোনার জন্য একাদশ জাতীয় সংসদের এমপি হয়েও আমি অনেক উন্নয়ন কাজ করতে পারিনি। আগামী পাঁচ বছর আমি দেশের উন্নয়ন কাজে আত্মনিয়োগ করবো। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার মন্ত্রণালয়ে আমি কাজ করতে পারি। আমি আপনাদের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায়।
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটা মেয়র আনোয়ার হাওলাদা কলাপাড়া পৌর প্যানেল মেয়র হুমাউন কবি,কাউন্সিলর রোজীনা আক্তার, উম্মে তামিমা বিথী প্রমূখ।