মিন্টু হোসাইন,ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ১ নং ব্রীজের কাছে ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছেন ভেড়ামারা থানা পুলিশ।
আটককৃতরা হলেন:- শান্তি আরা খাতুন (৪৫) ও আশাবুল ইসলাম আকাশ (২০)
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার সময ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের যাত্রী ছাউনি নামক স্থানে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের নির্দেশে এসআই মাজেদুল ইসলাম ও এস আই বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসা শুভ ডিলাক্স পরিবহনে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ে পেঁচানো স্কুল ব্যাগের মধ্যে থাকা ১ কেজি গাঁজাসহ দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আবুল কালামের স্ত্রী শান্তি আরা খাতুন (৪৫)
ও একই গ্রামের আক্কাস আলীর পুত্র আসাবুল ইসলাম আকাশ (২২) কে ভেড়ামারা থানা পুলিশ আটক করেন।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-১ তারিখ ২/১২/২৩ ইং।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিক দের বলেন, মাদক খাওয়া ও বিক্রেতাদের কোন ছাড় নেই। এই অভিযান অব্যাহত থাকবে।