মিন্টু হোসাইন,ভেড়ামারা প্রতিনিধিঃ
আজ সোমবার দুপুর ১:৩০ ঘটিকার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাঙালপাড়া গ্রামস্থ জনৈক কামালের দোকানের সামনে রাস্তার উপরে ঠিকাদার জিয়ার উপরে আকস্মিক সন্ত্রাসী হামলা হয়েছে।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য জখমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জখমীর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে দোকানে কেনাকাটা করতে গেলে মুসা, সাইফুল, মিরাজুল, সাইফুদ্দিন ,মিজানুর ,নুর ইসলাম গং হাতে লোহার পাইপ – রড ,হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত হয়ে সেখানে হামলা চালায়।
উক্ত এলাকায় সম্প্রতি শাহিনের হাত কাটা মামলাকে কেন্দ্র করে ও সেই জের ধরে এই ঘটনাটি ঘটে। আহত মোহাম্মদ জিয়া শাহিনের হাত কাটা মামলার বাদী হারুন অর রশিদের আত্মীয়। উক্ত মামলার আসামিরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এবং মামলা তুলে নেয়ার দাবিতে এই হামলা চালায় বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মহম্মদ জহুরুল ইসলামের নির্দেশে এসআই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনের মাধ্যমে এই প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোন অভিযোগ থানায় জমা পড়েনি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে থানা পুলিশের পক্ষ থেকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ঠিকাদার জিয়া ঘাড়ে পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। এদিকে এই ঘটনার পর উক্ত এলাকায় শাহিনের হাতকাটা মামলার আসামি মুসাকে গ্রেপ্তার করে থানা হাজতে এনেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুসা অত্র ঘটনার সাথে জড়িত মর্মে ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে।