ময়মনসিংহ প্রতিনিধিঃ
২৭ নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গ্রীনপার্ক রেস্তোরায় দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশের উদ্যোগে সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ – প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইয়াজদানী কোরাইশী কাজল জেলা সুজন সম্পাদক ও ময়মনসিংহ সদর পিচ এম্বাসেডর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জয়ন্ত কুমার কর আঞ্চলিক সমন্বয়কারী দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল।
শুরুতেই সঞ্চালক সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ – প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক সম্পর্কিত একটি মূল প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধ পাঠের পর সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও প্রবন্ধের সূত্র ধরে আলোচনায় অংশগ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
বীরমুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ বলেন, রাজার শাসন রাজতন্ত্র, জনতার শাসন গনতন্ত্র, জনতার মতামত ও কল্যাণকে উপেক্ষা করে কোন শাসনই কল্যাণকর হয় না। জনতা একটি অবাধ, সুষ্ঠ, উৎসবমূখর ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। তাই সকলের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
অভি আলী ইউসুফ,সাধারণ সম্পাদক, সুজন ময়মনসিংহ মহানগর শাখা, তার বক্তব্যে বলেন, অন্যান্য উৎসবের মত রাষ্ট্রের উৎসব হল নির্বাচন। সুষ্ঠ নির্বাচন নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর।
এডভেকেট সাব্বির তালুকদার রবিন তার বক্তব্যে বলেন, সকলের অংশগ্রহণই নির্বাচনকে উৎসবমূখর ও অর্থবহ করে তুলতে পারে। আলোচনার কোন বিকল্প নেই।
মো. আবুল মনসুর বলেন প্রবন্ধে ভোটারদের ভুমিকার কথা বলা হয়েছে, আমরা যদি বাস্তবতার দিকে্ লক্ষ্য করি তাহলে বুঝতে পারি সকলের অংশগ্রহনের জন্য ভোটারদের কোন মতামতের প্রয়োজন হয় না। কারণ দলগুলো তাদের মত করে মনোনয়ন প্রদান করে। তিনি সচেতন নাগরিক কমিটি সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
অধ্যক্ষ নীলকন্ঠ মজুমদার আইস, সম্পাদক, ইশ্বরগঞ্জ সুজন উপজেলা কমিটি তিনি বলেন, এখনও সমঝোতার মাধ্যমে আলোচনা করে সমাধান সম্ভব। তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে সদিচ্ছা থাকতে হবে।
এছাড়াও উপস্থিত সকলেই খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, কাজী আজাদ জাহান শামীম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল, এডভোকেট শিব্বির আহাম্মেদ রিটন, আঞ্চলিক ফেন কো – অর্ডিনেটর ও মহানগর সুজন সভাপতি, অভি আলী ইউসুফ, সাধারণ সম্পাদক, সুজন ময়মনসিংহ মহানগর শাখা, শামসুন্নাহার বেগম, সভাপতি, ময়মনসিংহ জেলা মহিলা পরিষদ, অধ্যক্ষ নূরজাহান পারভীন, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা কন্যাশিশু এডভোকেসি ফোরাম, প্রকৌশলী মো. জি এম আফাজ উদ্দীন, এম. এ কদ্দুস, অব. ব্যাংক ম্যানেজার,সভাপতি, সুজন ময়মনসিংহ সদর উপজেলা, মো. আবুল মনসুর, সভাপতি, অনসাম্বল থিয়েটার, এডভোকেট সাব্বির তালুকদার রবিন, মো. সাইফুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক ও সভাপতি ইশ্বরগঞ্জ সুজন উপজেলা কমিটি, অধ্যক্ষ নীলকন্ঠ মজুমদার আইস, সম্পাদক, ইশ্বরগঞ্জ সুজন উপজেলা কমিটি, মো. হাবিবুর রহমান, সাংবাদিক কামরান পারভেজ, জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো, প্রকৌশলী আবুল হাসনাত, সভাপতি, গৌরিপুর সুজন উপজেলা কমিটি, কামরুল হাসান, উজ্জীবক, মো. আক্তারুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর, ময়মনসিংহ, দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ, এ এন এম নাজমুল হোসাইন, এলাকা সমন্বয়কারী দি হাঙ্গার প্রজেক্ট – বাংলা্দেশ, অব. শিক্ষক খন্দকার সুলতান উদ্দীন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনায় সকলেই একমত প্রকাশ করেন যে, কোন ধরনের বেড়াজালে আবদ্ধ না থেকে পরষ্পরের মধ্যে খোলামেলা আলোচনার মধ্য দিয়ে এখনও সমঝোতায় উপনীত হয়ে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন সম্ভব। তাই সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলসমূহকে শর্তহীনভাবে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে উআসার আহবান জানানো হয়।
এককভাবে কোন রাজনৈতিক দলের পক্ষে এই কঠিন সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়, কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে নিশ্বয়ই এই সংকট নিরসন করে আমাদের প্রিয় মাতৃভূমিকে চরম সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ঠেলে না দিয়ে সকলের নির্বাচনে অংশগ্রহণের মধ্যদিয়ে স্বপ্নের মত করে সোনার বাংলা গড়ার সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।