ময়মনসিংহ প্রতিনিধিঃ
পূর্ব নির্দেশনা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর বাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজমোড় গিয়ে দেখা যায় ঢাকাগামী সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাস গেলেও ময়মনসিংহ থেকে কোনো বাস ছেড়ে আসছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তারা ক্ষোভ জানিয়ে বলেছেন রাজনীতির রোষানলের শিকার হয়ে আমরা সাধারণ মানুষ ভুগছি। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে আবারও ফেরত যাচ্ছেন। অনেকে ছোট ছোট বাহনে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকার দিকে আসছেন।
নেত্রকোণার মদন থেকে আসা আব্দুল গণি বলেন, আমার মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী রোববার থেকে তার ক্লাস শুরু। তাই সপরিবারে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি। নেত্রকোণার মদন থেকে অটোরিকশা দিয়ে ময়মনসিংহ এসেছি। এখানে এসে দেখি সকল ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো নির্দেশনা পেলে হয়তো আমরা আসতাম না। হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমরা খুব বিপাকে পড়েছি। রাজনীতির নামে এসব আমাদের কাম্য নয়।
কাজল দেওয়ান নামে আরেক যাত্রী বলেন, সপ্তাহে শেষে পরিবারের সঙ্গে দুটো দিন কাটাতে চেয়েছিলাম। ঢাকায় স্ত্রী সন্তানেরা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস চলাচল না করায় যেতে পারছি না। সরকার কি চাইছে আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ হিসেবে এমন কষ্ট মেনেও নিতে পারছি না। আমরা চাই নোংরা রাজনীতি বন্ধ হোক।
ময়মনসিংহ বাসকান্দা বাসটার্মিনালের এনা কাউন্টারের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, সকালে চারটি বাস ঢাকায় আসে। রাস্তায় বাস লক্ষ্য করে ইট ছুড়া হয়েছে। তাই নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নির্দেশনা পেলে আবারও বাস চলবে।
জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ঢাকাগামী সকল বাস চলাতে আমরা চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষ নাশকতার ভয়ে বাস বন্ধ রাখছে। এতে আমাদের করার তেমন কিছু নেই। হয়তো আগামীকাল বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে। সাধারণ মানুষকে একটু কষ্ট মেনে নিতেই হবে।