জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় সাকিবুল হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাকিবুল হাসান ভিকনী গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শিশু সাকিবুল নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যান সাকিবুলকে ধাক্কা দেয়। এতে শিশু সাকিবুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।