ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়নের মুসলিমপুর পাম্প হাউস কলোনি হইতে জুয়া খেলা অবস্থায় চার জনকে গ্রেফতার করেন ভেড়ামারা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ জনাব জহুরুল ইসলাম পাম্প হাউস কলোনিতে একটি পরিত্যক্ত দোকানে প্রতি রাতে জুয়া ও মাদকের আসর জমে তারই সংবাদের ভিত্তিতে ওসি জহুরুল ইসলামের নির্দেশনায় এসআই. মিন্টু.এসআই. রবিউল. এসআই. বিশ্বজিৎ কুমার. এস আই সুজয় বিশ্বাস. এসআই সজীব. কনস্টেবল. শরিফুল. মোস্তাকিম. একলাস সহ গতকাল রাতে আনুমানিক ১১.৩০/ ঘটিকায় উক্ত এলাকায় একটি অভিযান চালায় এবং জুয়া খেলা ব্যবস্থায় ঘটনাস্থল হইতে বোর্ডের ৯১০ টাকা নগদ একটি সেট তাস একটি মধুর ইত্যাদি উপকরণ সহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- (১) শহিদুল রহমান (৪০) পিতা খোরশেদ. (২) লালন শেখ (৪৫) পিতা ছইনদ্দিন শেখ (৩) আমান প্রামানিক (৪০) পিতা সামাদ প্রামানিক. (৪) নাজমুল শেখ (৪০) পিতা লালন শেখ।
গ্রেপ্তারকৃত চারজনেই মুসলিমপুর পাম্প হাউস কলোনির বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের মামলা দিয়ে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন মাদক জুয়া সহ ভেড়ামারার অপরাধমূলক ঘটনা সম্পর্কে যখন যেখানে তথ্য পাওয়া যাবে পুলিশ সেখানে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।