কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর ২শ ৫০ শয্যা জেনারেল সরকারী হাসপাতালের রোগীদের প্রতিদিনের বরাদ্দের খাবার থেকে খাদ্য সামগ্রী চুরির অভিযোগে সহকারি বাবুর্চি ও তার সহযোগী নাতি আটক।
বৃহস্পতিবার ২০ জুলাই বিকালে মাছ, চাল, আলু ও চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের পূর্ব দিকের গেটে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনাটি ঘটেছে। আটক সহকারী বাবুর্চি রেজিয়া বেগম ও তার সহযোগী তার নাতি শাকিল।
স্থানীয়রা জানান, হাসপাতালের পূর্ব দিকের গেট দিয়ে রান্নাঘর থেকে রেজিয়া বেগম ও শাকিল বস্তায় করে প্রায় ১০ কেজি রুই মাছ, চাল, প্রায় ১০ কেজি আলু ও পাউরুটিসহ রোগীদের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক কাউসার ও রাজ্জাকসহ কয়েকজন তাদের হাতেনাতে ধরে ফেলে ।
পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়। এ সময় শাকিলকে স্থানীয় উত্তেজিত লোকজন মারধরও করেন। খবর পরে সদর মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে নানি-নাতি বলেন, রোগীদের খাবার চুরি করে তারা অন্যত্র বিক্রি করেন। এর সঙ্গে ঠিকাদাররাও জড়িত বলে জানান তারা।
এ বিষয়ে ঠিকাদার সঞ্জিত পোদ্দার বলেন, “ “আমি দীর্ঘদিন ধরে তাদের এমন খাবার চুরি করার অভিযোগ পেয়েছি। তাদের অনেক সতর্ক করেছি। আমি তাদের কঠিন শাস্তি চাই।”
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল আহসান চৌধুরী বলেন,, “বিষয়টি আমরা জেনেছি। তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া হবে | তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।”
সদর মডেল থানার উপ পরিদর্শক মো. শাহরিন বলেন, “আটক শাকিলকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।