
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ও দুই সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার ৭ মে বেলা দেড়টার দিকে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার দেবপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক এনাম হোসেন (২১) হাজিগন্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিযনের নাটেহারা গ্রামের খোরশেদ আলম মুন্সির ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানান, সড়কে একটি শিশুকে বাচাতে গিয়ে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ নিহত ও আহতের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত এনামের বাবা খোরশেদ আলম বলেন, আমার ছোট ছেলে এনাম বোনের বাসা ঢাকা থেকে সকালে রওনা দেয় চাঁদপুরের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় পুরো পথ পেরিয়ে এসে নিজ এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়।
আহতদের প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার খবর পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরো কার্যকরী পদক্ষেপ নিবেন বলে আশা করছি। দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।