ইমদাদুল হক,পাইকগাছাঃ
পাইকগাছায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের যৌথ অভিযানে ৬০ কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।পরে দুই মৎস্য ব্যবসায়ীকে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, রোববার দুপুরে উপজেলা বাঁকা বাজার মৎস্য কাঁটার দুটি প্রতিষ্ঠান থেকে অবদ্রব্য পুষ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে নৌপুলিশের সহতায় ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। পরে জব্দকরা চিংড়ি ও জাল পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌপুলিশের উপ-পুলিশ পরিদর্শক মিন্টু হোসেন, শামছুল আলম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রনধীর সরকার, মেররিন এন্ড ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম।