পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় শেখ আনিছুর রহমান(৬৫) নামে এক ব্যক্তি বাড়ির ভিতর আমগাছে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছে।
মঙ্গলবার সকাল ৬ টায় গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে সুরত হাল শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, মৃত্যু আনিছুর রহমানের ২ টি ছেলে। বড় ছেলে ওমান প্রবাসি ও ছোট ছেলে ঢাকাতে স্বপরিবারে বসবাস করে। বড় ছেলের বউকে নিয়ে আনিছ শেখ বাড়িতে থাকে। তবে এলাকার অনেকেই বলছে শশুর আনিছের সাথে বড় বউমার ভালো সম্পর্ক ছিলো না। ওই বিষয়টি মৃত্যুে কারণ হিসাবে পুলিশ খতিয়ে দেখছে।
মৃত্যুর বড় বউমা শিরিন আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শশুর বাড়ির ভিতর আম গাছে গলায় রশি পেচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জনানো হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লাশটি পরিবারের নিকট দেয়া হয়েছে।