সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
দীর্ঘ ২০ বছর পর বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বরগুনার সিরাজ উদ্দিন মিলনায়তন টাউন হলে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির , বরগুনা -২ সংরক্ষিত ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ কৃষি সম্পাদক এম আফসারুজামান , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার , বরগুনা জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ আব্দুল হালিম মোল্লা , সম্মেলন সঞ্চালনা করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহমেদ স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বিএনপি যে একদফা দিয়েছে তাতে সাধারন মানুষের কোন সমর্থন নেই। তারা বারবার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই অশুভ শক্তি, অশুভ রাজনীতির, অশুভ অপকর্মকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগেরও একদফা, সেটি হলো সুষ্ঠ নির্বাচন। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা বাধা দেয়ার চেষ্টা করবে তাদেরকে মোকাবেলা করা হবে।