কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মরহুম মোহাম্মদ খাইরুল ইসলাম বিল্লাল এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ জুলাই রাত সাড়ে ৮ টায় জেলা শিশু থিয়েটার, দোয়েল ও মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জেলা চর্চা কেন্দ্রে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
, মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসেন আখন এর সঞ্চালনায় স্মরণ সভায় ও দোয়ায় শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, পি এম বিল্লাল, শিশু থিয়েটার প্রতিষ্ঠাতা সদস্য, শৈবাল মজুমদার, শিশু থিয়েটারের নির্বাহী পরিচালক,মো:লিটন, মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ নূরে আলম, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের নৃত্য প্রশিক্ষক, মো: রাহাদুল ইসলাম সহ জেলার বিভিন্ন স্তরের সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও কর্মী সংগঠন উপস্থিত ছিলেন।
এ সময় পি এম বিল্লাল বক্তব্য বলেন খায়রুল ইসলাম বিল্লাল ভাই ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ, তিনি একজন ভালো দলিল লেখক, ও ভালো একজন সংগঠক ছিলেন। উনি একজন হেল্পফুল মানুষ ছিলেন। আমরা ওনাকে হারিয়ে ফেলেছি পরপারে যেন উনি ভালো থাকে এই দোয়াই করি। আল্লাহতালা ওনাকে জান্নাতবাসী করুক।
মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, মোহাম্মদ নূরে আলম বলেন খায়রুল ইসলাম বিল্লাল ভাইয়ের সাথে পরিচয় আমার বেশি দিনের নয়। উনি সংস্কৃতি অঙ্গনকে খুব ভালবাসতেন। উনার কাছে কোন সাংস্কৃতিক কর্মী গেলে অন্তত না খেয়ে ফিরে আসতো না, আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেঘালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, মোঃ হোসেন আখন।