কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানে ভোলা জেলার নারী মাদক বিক্রেতা রুবি বেগম (৩৭) কে ৯ কেজি গাঁজাসহ আটক করে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সীমান্ত থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহসীন আলমের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মডেল থানা পুলিশ ওই নারী মাদক বিক্রিতাকে আটক করে।
আটক নারী মাদক বিক্রেতা রুবি ভোলা জেলার সদর থানার আলী নগর গ্রামের মৃত রফিক মেম্বার বাড়ীর (দর্জি বাড়ী) মো. রুবেল মিজির স্ত্রী।
পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের চাঁদপুর-ফরিদগঞ্জ রোডের বাগড়া বাজার হতে বালিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থিত একটি জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রেতা রুবি বেগম (৩৭) আটক করে | এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক রুবি বেগমকে আসামী করে থানায় একটি মাদক মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহসীন আলম বলেন, এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।