তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বর্তমান সরকারের আশ্রায়ন ২য়-প্রকল্পের ৪র্থ পর্যায়ের শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য ঘর (আবাশন) ৪নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে লাল-সবুজের ৩০টি ঘরের উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান মৃধা।
এছাড়াও স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গত ২৬/০৬/২৩ইং মঙ্গলবার বেলা ১১টায় উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা সরেজমিনে আবাশনের বরাদ্ধকৃত- ১নং ওয়ার্ডের কচুপাত্রা গ্রামের মোসাঃ খাদিজা বেগম-স্বামী মোঃ ফোরকান, আবদুল মজিদ-স্ত্রী সাহাবাানু, মোসাঃ জাকিয়া-স্বামী মোঃ আলমগীর, মোসাঃ মাহিনুর-স্বামী মৃতু মোঃ নাসির, মোসাঃ-রাবেয়া-স্বামী মৃতু মোঃ আহম্ম্দ, মোসাঃ লিপি-স্বামী মোঃ মাহাবুব, মোঃ বশির বেপারী-স্ত্রী মোসাঃ সুখী, মোঃ আজাহার-স্ত্রী মোসাঃ পারভীন, মোঃ আবু নাঈম(পঙ্গু)-মাতা মোসাঃ সাজেদা, মোঃ রিপন-স্ত্রী মোসাঃ হাওয়া বেগম, মোঃ মাসুম বিল্লাহ-স্ত্রী মোসাঃ মরিয়ম, মোঃ সালাম হাওলাদার-স্ত্রী হাজরা বিবি, মোসাঃ রাহিমা-স্বামী মোঃ খলিল, ৪নং ওয়ার্ডের দঃ বাদুরগাছা গ্রামের মনির-স্ত্রী অযুফা বেগম, মোসাঃ রাশিনা-স্বামী মোঃ জাহাঙ্গীর, মোসাঃ আয়শা-স্বামী মোঃ রাকিব, ৭নং ওয়ার্ডের দঃ নলবুনিয়া গ্রামের পরিভানু-স্বামী আঃ রাজ্জাক, জামাল-পিতা হজরত আলী প্যাদা, মোঃ রফিক-স্ত্রী হাওয়া বেগম, ৮নং ওয়ার্ডের চাউলাপাড়া গ্রামের রুহুল আমিন-পিতা নুর মোহাম্মদ হাং, আয়শা বেগম-স্বামী নুরুল হক, রুপাইয়া আক্তার-স্বামী রাসেল হাওলাদার, ৯নং ওয়ার্ডের আঙ্গারপাড়া গ্রামের কদম আলী হাং-স্ত্রী মোসাঃ মরিয়ম, মনিরা বেগম-স্বামী বেল্লাল হোসেন, মোঃ নুরহোসেন-স্ত্রী নুরুন্নাহার, ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দঃ ঝাড়াখালী গ্রামের মোসাঃ মারুফা আক্তার-স্বামী আঃ রাজ্জাক এবং ১নং পচাকোড়ালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হুলাটানা গ্রামের মোসাঃ সেতারা বেগম-স্বামী পানজু হাং নামে সরকারের বরাদ্ধকৃত লাল-সবুজ রঙ্গের ৩০টি ঘর পরিদর্শন করেন।