
কাজী নজরুল ইসলাম চাঁদপুর থেকেঃ
চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা না পাওয়ায় ব্যাংক ঘেরাও করে তালা মেরে দিয়েছে গ্রাহকরা। মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে টাকার জন্য চেক নিয়ে গ্রাহকরা জড়ো হয়। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ টাকা লেনদেন বন্ধ রাখলে উত্তেজিত গ্রাহকরা প্রবেশ গেটে তালা মেরে দেয়।
এ ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হলে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টাকা তুলতে আসা শাহনাজ ও ইমরান বলেন, বিশ লাখ টাকা তুলেতে দেড় মাস ধরে আসা যাওয়া করছেন। ৫ হাজার টাকার বেশি দিতে পারছেন না ব্যাংক কর্তৃপক্ষ। টাকা না পাওয়ায় ব্যবসা বানিজ্য ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ব্যাংক সূত্রে জানা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলা শাখায় ২২ হাজার গ্রাহক। বর্তমানে ১০০ গ্রাহকের টাকাও দিতে পারছে ব্যাংক।
এছাড়া জেলার বিভিন্ন শাখায় টাকা সংকটের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। এতে টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। সরকার পতনের পর থেকে পুরোদমে সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা লেনদেনের জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি ব্যাংক লেনদেন। বর্তমানে জেলার এই ব্যাংকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দিতে পারছে। টাকা সংকটে এখনো খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখাগুলো।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখা ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, আগস্টের শুরু থেকে গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছি। আগামী ২/৩ মাসের মধ্যে গ্রাহকের টাকা ও ব্যাংকের স্বাভাবিক অবস্থান ফিরবে বলে দাবী ব্যাংক ম্যানেজারের।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু গ্রাহকের স্বল্পহারে টাকা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।