এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
‘আগামী প্রজন্মকে সক্ষম, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগান নিয়ে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঘূর্নিঝড় প্রস্তÍতি কর্মসূচী সিপিপি এবং বেসরকারী সংস্থা এনএসএস, ওয়ার্ল্ড ভিশন ও এফএইচ এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ, গুলিশাখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও উপজেলা সিপিপির টিমলিডার মো. ওহাব হাওলাদার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ, সিপিপ চাওড়া ইউনিয়ন টিমলিডার মো. আনোয়ার হোসেন ফকির, সাংবাদিক জাকির হোসেন, মো. রেজাউল করিম, হায়তুজ্জামান মিরাজ, মো. জসিম উদ্দিন সিকদার, এস এম নাসির মাহমুদ এফএইচএর লাভলী বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইনজামাম উল হক আবিদ মৈতি, নির্ঝর, এনএসএসএর স্বেচ্ছাসেবক মুক্তা রানী প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদের মাঠে গ্যাসের চুলার আগুন নিবানোর কৌশল শিখান ফায়ার সার্ভিসের কর্মীরা।