
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী সাথে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির হলরোমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী ।
তিনি বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারীগর হচ্ছেন টাঙ্গাইলের পেশাদারিত্ব সাংবাদিক বলতে যা বোঝায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মধ্যে সব গুনাবলীয় রয়েছে। ভয় ও বিভিন্ন বাঁধা বিপত্তি উপেক্ষা করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার জন্য তারা নিরলস ভাবে কাজ করে থাকেন। আমি আশা করবো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের এই ধারাবাহিকতা অব্যহৃত থাকবে। তাদের নিকট থেকে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষ অনেক কিছু জানতে ও শিখতে পারবে। বিগত আওয়ামীলীগ সরকার তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গনমাধ্যমকে কোনঠাসা করে রেখেছিল। সাংবাদিকরা তাদের সঠিক মত প্রকাশ করতে পারেনি। সঠিক সংবাদ প্রকাশ করলে তাদের মামলা দিয়ে হয়রানী করা হতো। তাদের অত্যাচারে মানুষ ক্ষিপ্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শৈ^রাচার আওয়ামীলীগ সরকারকে বিতারিড় করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এ জি এস ডি এম শফিকুল ইসলাম ফরিদ।
এ সময় জামুর্কি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজ রেজা, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবনসহ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক, বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।