
আবদুর রহিম, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে আজ (১৫ আগস্ট) সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তারি ধাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বসুরহাট মুগ্ধ চত্তরে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এর সঞ্চালনায়ে,অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা জামায়াতে আমির মোশাররফ হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন,
উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাগর, সদস্য সচিব রুবেল সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে অবস্থান কর্মসুচিতে অবস্থান করেন।
এই সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আতাউর রহমান পাবেল,এরশাদ,সাইমুন,রুবেল। বক্তব্য মধ্যে নুরল আমিন সিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাকারী আখ্যায়িত করে বিচার দাবি জানান।