সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে নেয়ামত উল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একদল চৌকস টিম এসআই মোঃ ইমাম হোসেন সোহাগ, এএসআই মোঃ রুবেল হাওলাদার সহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী থানাধীন ৭নং আর পাঙ্গাসিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ বালিয়াতলী সাকিনের, বালিয়াতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে বিকেল অনুমান চারটার সময় আসামি নেয়ামত উল্লাহ (২১) পিতা আবুল হাওলাদার, সাং দক্ষিণ বালিয়াতলী, ২নং ওয়ার্ড ,থানা আমতলী জেলা বরগুনাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।