কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রসার মূল্যায়ান পরীক্ষার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার ১৩ মার্চ থেকে মাদ্রাসার শিক্ষকগন নিজেদের ইচ্ছেমত মূল্যায়ন পরীক্ষা নিচ্ছেন। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস মূল্যায়ন পরীক্ষা নেওয়ার বিষয়টি নীতিমালায় নেই বলে জানিয়েছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের অনেকেই অবগত নেই জানিয়েছেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মোঃ শফিক তপাদার জানান, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার বিষয়টি আমার জানা নেই। মূল্যায়ন পরীক্ষার বিষয়ে অভিভাবক সহ এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ফরক্কাবাদ ইসলামি সিনিয়র মাদ্রাসার ১ম শ্রেনী থেকে ১০ শ্রেনীর ছাত্র ছাত্রীদের কাছ থেকে ক্লাস হিসেবে নির্দিষ্ট অংকের ফি এর মাধ্যমে বুধবার থেকে মূল্যায়ন পরীক্ষা শুরু করেছে।
বুধবার ১৩ মার্চ দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসায় গিয়ে পরীক্ষার সত্যতা পাওয়া যায়, বিষয়টি নিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে কথা হলে তারা ফি এর বিষয়টি স্বীকার করেন।
তারা বলেন শুরু হয়েছে মাহে রমজান, রাতে সেহেরী খেয়ে সারা দিন রোজা রেখে পরীক্ষা দিতে তাদের কষ্ট হচ্ছে, একটা পরীক্ষা হলে ও হতো, তারা দিনে দুইটি পরীক্ষা নিচ্ছে, এ পরীক্ষা তাদের উপকারের ছেয়ে ক্ষতি হওয়ার আশংকা করছে তারা।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলামের সাথে কথা হলে তিনি পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং বলেন, বিভিন্ন মাদ্রায় এ ধরনের পরীক্ষা নেওয়ায় তিনি ও পরীক্ষা নিচ্ছে বলে জানান।
ম্যানেজিং কমিটির অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিকে মৌখিক ভাবে বলা আছে, অন্য ম্যানেজিং কমিটির কেউ জানাইনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, মূল্যায়ন পরীক্ষা নেওয়ার কোন বিধি নেই, তারা কিভাবে নিচ্ছে, তারা জানে, তবে বিষয়টি যেহেতু আমি শুনেছি, তাদের সাথে এ বিষয়ে কথা বলবো।