অনলাইন ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের পরাজিত প্রার্থী সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে সমনও জারি করেছেন আদালত।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা বিকল চাকমা বাদী হয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালতে মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী নির্বাচন কমিশনের দায়ের করা মামলাটি আদালতের গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের সময় গত বছরের ৩১ ডিসেম্বর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও রিজিয়া রেজা চৌধুরী একটি সমাবেশে চুনতি মাদ্রাসার সিরাতুন্নাবি (সা.) মাহফিলের জন্য এক কোটি টাকা অনুদান, এক সমর্থকের ছেলেকে চাকরি প্রদানের ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের ঘোষণা দেন। এ ছাড়া রিজিয়া রেজা চৌধুরী লোহাগাড়া উপজেলার ল পুটিভিলা তাতীপাড়া এক সমাবেশে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।