এস এম নাসির মাহমুদ আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পাওনা টাকাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়াগেছে।
জানা গেছে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের দুলাল চন্দ্র শীলের কাছে একই এলাকার ট্রাক্টর চালক মোয়াজ্জেম হোসেন হালচাষ বাবদ ২২০ টাকা পায় । কয়েকদিন পূর্বে দুলাল চন্দ্র শীল ২০০ টাকা পরিশোধ করেন। শনিবার সকাল ১০ টার সময় বাকী ২০ টাকার জন্য ট্রাক্টর চালক মোয়াজ্জেম হোসেন দুলাল চন্দ্র শীলের বাড়ীতে যায় । ২০ টাকা নিয়ে ট্রাক্টর চালক দুলাল চন্দ্র শীলেন মধ্যে তর্কাতর্কি হয় ।
তার্কাতর্কির পর ট্রাক্টর চালক মোয়াজ্জেম চলে গিয়ে এলাকার ত্রাস নামে খ্যাত রহিম সোহেল,স্বপনসহ ৭/৮ জন সন্ত্রাসী লঠিসোটা ও লোহার পাইপ নিয়ে দুলাল চন্দ্র শীলের বাড়ীতে গিয়ে দুলাল চন্দ্র শীলের স্ত্রী সাবেক ইউপি সদস্য প্রভারানী (৫০) দুলাল চন্দ্র শীল (৬০) অমল শীল (৪৫) গনেশ চন্দ্র শীল (৪০)স্বপন চন্দ্র শীল (৩৫)কে মারধোর করে আহত করে ও বাড়ী ঘরে হামলা করেন। এ ঘটনায় দুলাল শীল বাদী হয়ে ৩ নামীয় অজ্ঞাত ১০/১২ জনের নামে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের ইর্মাজেন্সী বিভাগ থেকে জানা যায় আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দুলাল চন্দ্র শীল অভিযোগ করেন রহিম সোহেল,স্বপনের সাথে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধ রয়েছে । এ বিরোধকে কেন্দ্র করেই মুলত আমাদের মারধোর করেন এবং গ্রাম থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন । গ্রাম থেকে চলে না গেলে আমাদের প্রানে মেরেফেলা হবে বলে হুমকি প্রদান করেন। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হিনতায় ভুগছি।
এ ব্যাপারে অভিযুক্ত সোহেল, রহিমের সাথে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
আমতলী থানার অফিসার ইনচার্জ সাখোয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।