টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার শহীদ মিনার ও মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বিজয় র্যালি, বীর মুক্তিযোদ্ধা, শিশু-কিশোর ও আগত অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, আনসার-ভিডিপি, পুলিশ বাহিনী, বিএনসিসি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন।
কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিমা আক্তার শিফা, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম। অভিবাদন গ্রহণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে মনোজ্ঞ ডিসপ্লে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রাামাণ্য চিত্র প্রদর্শন করে।
এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।