আবদুর রহিম,কোম্পানীগঞ্জঃ
দেশের জন্য জীবন উৎসর্গ করা জাতির বীর সন্তানদের চির স্মরণে রাখার অঙ্গীকার আর বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন করল বাংলাদেশ। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞ জাতি ত্রিশ লাখ শহীদকে আরো একবার জানিয়ে দিল, তোমাদের স্মৃতি বাঙালির হৃদয়ের মণিকোঠা থেকে কখনো মুছে যাবে না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় শহীদ বেদীতে একে একে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বসুরহাট পৌরসভা,প্রেসক্লাব কোম্পানীগঞ্জ, উপজেলা আওয়ামীলীগ,সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। অন্যদিকে শহীদ বেদীতে পুষ্পস্তবক শেষে সরকারী মুজিব কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এছাড়াও দিনব্যাপী নানান আয়োজনের অংশ হিসেবে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।