এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আমতলী উপজেলা ছোট নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান ও তার স্ত্রী নাসরিন আহত হয়েছেন।
আহত শিক্ষক ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসুগি গ্রামে। ০৬ জনকে আসামী করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুর রহমানের স্ত্রী মামলা দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন- মো: সাইফুল ইসলাম (৩৪), মো: সিদ্দিকুর রহমান(৪২), মো: মামুন মিয়া (৩৮) মো: খলিলুর রহমান(৬৫) মোসা ফাতেমা বেগম(৩২) মোসা লাকি আক্তার (৩০)।
মামলায় এক নাম্বার আসামী মো: সাইফুল ইসলাম আদালতে হাজির হলে আদালত তাকে বরগুনা জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
জানা গেছে, আমতলী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের আব্দুর রহমানের সাথে তার প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।রবিবার সকাল ০৮ টার সময় বিরোধী পক্ষের লোকজন অহেতুক ঝগড়ার সৃষ্টি করে। কথাকাটাকাটির এক পর্যায়ে সাইফুল ঘর থেকে রড নিয়ে রহমানের মাথায় আঘাত করে, রহমান রক্তাত্ব আবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে বাঁচাতে তার স্ত্রী নাসরিন এগিয়ে এলে তাকেও সাইফুলের সংগে থাকা অন্যান্নরা পিটিয়ে জখম করে।
প্রতিবেশীরা আহত আবস্থায় দু’জনকে প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে আসলে রহমানের আবস্থা আসংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকলে কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মামলা থেকে বাঁচতে রহমান ও তার স্ত্রী সহ আরো ০৪ জনকে কে আসামী করে সাইফুলের ভাই মামুন বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।