পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় থানা পুলিশের দুই কনেস্টবল আহত হয়েছে। এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ জামায়াত-বিএনপি’র ৪ নেতাকর্মীকে আটক করেছে।
থানার ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে দুর্বৃত্তরা থানার টহলরত পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে।
এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় থানা পুলিশের আব্দুর রহমান ও ঝন্টু দাশ নামে দুই কনেস্টবল আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১শ/দেড়’শ আসামী করে থানায় মামলা করে। পুলিশ এ পর্যন্ত এ মামলায় জামায়াত বিএনপি’র ৪ নেতাকর্মীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, জিয়াউদ্দীন নায়েব, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইবাদুল হক ও নাজির সরদার।