এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায়েন এক বৃদ্ধ নোথা অং হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজাতী রাখাইন জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয় বাসিন্দারা।শনিবার সকাল ১০টার সময় তালতলী উপজেলার তঁাতীপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়, খেচিং মং ও মং থান চো প্রমুখ।
বক্তারা বলেন, নোথা অং কে জমির জন্য নৃশিংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা মামলার বয়স ৬ বছর হলেও আজ পর্যন্ত সিআইডি চুড়ান্ত প্রতিবেদন দেয়নি। এই মামলার অন্যতম আসামি শহিদুল ডাক্তার জামিনে বেরিয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সমাবেশে বক্তারা আরও বলেন, রাখাইন সম্প্রদায়ের ভূমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যাসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যারা পিতৃভিটা আঁকড়ে আছেন, তারাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে তালতলী থানার পুলিশ। ঘটনার দুইদিন পর ২৪ জুন নোথা অংয়ের নাতনি জামাই জোওয়েন বাদী হয়ে শহিদুল ডাক্তারকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত এ মামলাটি সিআইডি পুলিশের কাছে দায়িত্ব প্রদান করেন। সিআইডি পুলিশ দীর্ঘ ৬ বছরেও মামলার অভিযোগ পত্র দাখিল করতে পারেনি।
বরগুনার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় একটু সময়ের প্রয়োজন। আরও পরিচ্ছন্ন তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দ্রুত আদালতে দাখিল করা হবে।