সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
পাঁচ কেজি গাঁজা ও ১ হাজার ২০ পিস ইয়াবাসহ পলাতক হত্যা ও একাধিক মাদক মামলার আসামি সোহাগ(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১০টার দিকে বরগুনা সদরের ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের বুড়ির খাল গ্রামের হাজীবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ ওই এলাকার মোতালেব মিয়ার ছেলে।
বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বশির আলম জানান, ২০১৮ সালের বুরজিরহাট বাজারের ব্যবসায়ী কালাম হত্যা মামলার দুই নম্বর আসামি বরগুনার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী কালামকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাসার রান্নাঘরে পিছনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামে থাকা পাঁচ কেজি গাঁজা ও ১ হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সোহাগের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস সালাম মহোদয়ের মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণার ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।