ভেড়ামারা প্রতিনিধিঃ
আজ ভয়াল ২১শে আগষ্ট। ২০০৪ সালের এইদিনে তৎকালীন জোট সরকারের আমলে নারকীয় ধংসযজ্ঞ চালানো হয়। সেই দিনের গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং নিহত পরিবারবর্গের সমবেদনা সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
আজ সোমবার সকালে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সভাপতিত্ত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক
মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কাউন্সিলর আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, যুবলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এ্যাডভোকেট মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান কাউন্সিলর, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।