
সোহরাব হোসেনঃ
সোমবার ৩১ জুলাই ২০২৩ ইং বরিশাল রেঞ্জের সদ্য বিদায়ী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব এস এম আক্তারুজ্জামান এর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন বরিশাল রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম।
নবাগত ডিআইজি বরিশাল রেঞ্জ অফিসে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল রেঞ্জের সদ্য বিদায়ী ডিআইজি সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফাইনান্স), রেঞ্জ কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ কার্যালয়, বরিশাল; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।