ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ
অবিশ্বাস্য হলেও সত্য পাইকগাছায় একটি গাভির দুই মাথাওয়ালা একটি বাছুর জন্ম হয়েছে। গাভিটি উপজেলার রহিমপুর গ্রামের জবেদ মোড়লের ছেলে হাফিজুল মোড়ল ওরফে হাফিজ খোঁড়ার।
তিনি পেশায় একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে টাকা জমিয়ে একটা বকনা কিনে লালন-পালন করেন। একপর্যায়ে বকনাটির বাচ্চা দেওয়ার সময় হয়। শুক্রবার বেলা ১১টার দিকে গাভির একটা বকনা বাছুর হয়। যার দুটি মাথা। এ দেখে তিনি নিজেই হতবাক। বাছুরটি দুই ঘন্টার মত জীবিত ছিলো। বাছুরটি উঠে দাঁড়াবার চেষ্টা করেও পারছে না। এটা দেখার জন্য অনেক লোকসমাগম হচ্ছে। হাফিজুল জানান, আশা করছিলাম একটা সুন্দর বাচ্চা হবে। দুধও হবে। ছেলে-মেয়েরা খেতে পারবে কিন্তু হলো একটা দুমাথার বাছুর।
এ ব্যাপারে ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, আমি এখনো বিষয়টি শুনি নাই। এটা কোনো বিষয় না। দুই মাথাওয়ালা বাছুর হতেই পারে। এখানে তেমন কিছু বলার নেই।