কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা শীর্ষক সেমিনার ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৩ জুলাই জেলা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সেমিনার ও ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান চাঁদপুর পৌরসভা এলাকার ৩ টি ওয়ার্ডের সর্বমোট ২৬ জন উপকারভোগীকে বিনাসুদে ১২ লাখ টাকার চেক বিতরণ করেন।