
কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
শনিবার (১০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাইয়ের সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসান আল-মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের দভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন সরকার, ইউআরসির ইন্সেটেক্টর সারোয়ার জাহান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ শাহ আলম, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়ান করেন কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও গীতা পাঠ করেন দগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভী রাণী।
এসময় উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সর্বশেষ ক্ষুদে শিক্ষার্থীরা দেশের গান পরিবেশ করেন। মতলব দক্ষিণ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।