
সিলেট প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
রোববার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া সাইফুল ইসলাম বলেন, শনিবার সিলেটে এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় এসএমপির শাহপরাণ থানার মামলা দায়ের করেন শান্ত নামের একজন শিক্ষার্থী। মামলা নং ২২ তারিখ ২৩/৩/২৫। ধারা:১৪৭/৩০৭/৩২৩/৫০৬ দণ্ডবিধি। এই মামলার ৭ নং এজাহারভুক্ত আসামি হলেন আখতার হোসেন। মামলায় আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, শনিবার শহরের আমান উল্ল্যাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় সেদিন রাতেই ৭-৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।