
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সঙ্গে ওই এলাকার সাবেক মেম্বার আলিম মোল্লাদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লা ও তার সমর্থকদের সঙ্গে সাবেক মেম্বার আলিম মোল্লাসহ তার লোকজনের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ এবং কাউকে আটকের খবর পাওয়া যায়নি।