
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামকস্থানে ইট বোঝায় ট্রলি ও ট্রাক মুখোমুখি সংর্ঘর্ষে ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়। এ ঘটনায় মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ট্রলির চালক ছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদ রানার বাড়ি রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকায়।সড়ক দুর্ঘটনায় ওই ট্রলিতে থাকা আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। তারা পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে ইট বোঝাই ট্রলির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই শ্রমিক। পরে পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ট্রলি সরিয়ে ওই রাস্তাটি আবারও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এই ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।