বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আতাবুজ্জামান হেলালের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অনিয়মের বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী লিখিত অভিযোগ দায়েরের পর ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আতাবুজ্জামান হেলালের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন খন্দকার আতাবুজ্জামান হেলাল।
তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে ক্লাস ফাঁকি দেওয়া, চাকুরী বিধিমালা লঙ্ঘন করে সরাসরি রাজনতিক কর্মকান্ডে অংশ নেওয়া, বিদ্যালয়ে হাজিরা দিয়ে ব্যক্তিগত কাজে যাওয়া, পাঠদান না করিয়ে প্রতি মাসে ঢাকায় গমন করা সহ গুরুতর অভিযোগ করেন স্থানীয় মাইনুল ইসলাম ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তি।
এর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে আতাবুজ্জামান হেলালের বিরুদ্ধে।
সহকারী শিক্ষক আতাবুজ্জামান হেলালের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের বিষয়ে গত ফেব্রæয়ারি মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়েরের পর এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয় এলাকাবাসী শিক্ষক আতাবুজ্জামান হেলালকে দ্রুত বদলি ও তার শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেন।
ওই শিক্ষকের অনিয়মের বিষয়ে গত ১৬ জুলাই সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম। এসময় দুই জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তদন্ত চলাকালে সময়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা আতাবুজ্জামান হেলালের যাবতীয় অনিয়মের বিষয়ে তদন্ত কমিটিকে লিখিতভাবে উপস্থাপন করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম জানান, অনিয়মের বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলোচনা হয়েছে এবং লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।